‘কোন দফা দিয়ে লাভ নেই’

  16-10-2018 07:32PM

পিএনএস ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যথাসময়ে একাদশ সংসদ নির্বচন হবে। সংবিধান ছাড়া কোন নির্বাচন হবে না। কোন দফা দিয়ে লাভ নেই।

মঙ্গলবার দুপুরে জিনজিরা ২০ শয্যা সরকারি হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আলোকিত বাংলাদেশে গড়ে তুলেছেন। পদ্মা সেতু চ্যালেঞ্জের মাধ্যমে হয়েছে। পদ্মা সেতু হওয়াতে দেশ পরিবর্তন হয়েছে। কেরানীগঞ্জে অনেক উন্নয়নের ছোয়া লেগেছে। কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যা সরকারি হাসপাতালে নির্বাচনের আগেই ইনডোর চালু করা হবে।

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিএনপি-জামায়াত জোট আমলে কোন পরিকল্পনা ছাড়াই জিনজিরা হাসপাতালটি করেছে। যেখানে হাসপাতালটি করা হয়েছে সেই জায়গাটি খাল ছিল। হাসপাতালটি আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য স্থাস্থ্যমন্ত্রীকে পরিদর্শনে আনা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলাটি ঢাকা শহরের দ্বিতীয় সিটি হবে।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজি সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজি আশকর আলী প্রমুখ উপস্থিতি ছিলেন।

পরে স্থাস্থ্যমন্ত্রী উপজেলার কোন্ডা ১০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।

এনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন