‘আগামি জাতীয় নির্বাচনে জনগণের ভোটের অধিকার চাই’

  19-10-2018 07:44AM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা কালিকচ্ছ, আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম পীর চরমোনাই।

গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার উদ্যোগে দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে কালীকচ্ছে এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই দাবি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হামিদ এর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাহবুর রহমান সহ স্থানীয় কয়েকজন নেতা।
জনসভায় প্রধান অতিথি আরো বলেন, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, এখন আমরা দেখতে চাই ইসলাম বাংলা। দেশের মানুষ এখন একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই।

জনসভায় দলীয় মনোনীতপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ জাকির হোসেন মৃধাকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে আহবান জানান পীর চরমোনাই ফয়জুল করীম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন