লেবার পার্টিকে প্রেস ক্লাবে ‘না’

  22-10-2018 01:40AM

পিএনএস ডেস্ক: ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টিকে ‘না’ বলে দিয়েছে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

রোববার (২১ অক্টোবর) রাতে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানান, ‘বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য জাতীয় প্রেস ক্লাবের হলরুম ভাড়া নিয়েছিলাম। সোমবার (২২ অক্টোবর) সকালে অনুষ্ঠান। কিন্তু রোববার রাত সাড়ে ১০টায় প্রেস ক্লাব থেকে ফোন করে না করে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা আমাদের বলেছেন যে-উপরের নির্দেশ আছে লেবার পার্টিকে প্রোগ্রাম করতে দেয়া যাবে না।’

ইরান বলেন, ‘প্রতিষ্ঠা বার্ষিকীর অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২০দলীয় জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান। কিন্তু প্রেস ক্লাব কর্তৃপক্ষ আমাদের বুকিং দেয়া হলরুম যেভাবে বাতিল করল তা প্রেস ক্লাবের ঐতিহ্যের পরিপন্থী।’

তিনি বলেন, ‘আমারা সকালে গিয়ে অনুষ্ঠান করবো।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন