তফসিল ঘোষণার আগে সংলাপে বসার আহ্বান অযৌক্তিক: কাদের

  22-10-2018 03:24PM

পিএনএস ডেস্ক : তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সংলাপের দাবি অযোক্তিক ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

সোমবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নিরাপদ সড়ক দিবস নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সমাবেশের নামে কোনো দল যদি সহিংসতা করার চেষ্টা করে তবে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।’

কাদের বলেন, ‘এখনও তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরইমধ্যে সংলাপের দাবি উঠেছে। তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অযোক্তিক ও অপ্রয়োজনীয়। আর মাত্র ১০ থেকে ১২ দিন পরই তফসিল ঘোষণা করা হবে। তাই তফসিল ঘোষণার আগে কোনো দলের সাথে আলোচনা একটি ঝামেলা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে। সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই রায় দেবে। শেখ হাসিনার নেতৃত্বে ফের সরকার গঠিত হবে। জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে।’

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও পর্যন্ত এমন পরিস্থিতি দেশের কোথাও সৃষ্টি হয়নি যা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা। দেশে সুষ্ঠু নির্বাচন হবে।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সভাপত্ত্বিতে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. এক্কাবর হোসেন, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিউর রহমান, নিরাপদ সড়ক চাই- নিসচার প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

পিএনএস/জেএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন