গণতন্ত্র ফেরাতে আন্দোলন চলবে: ঐক্যফ্রন্ট

  09-11-2018 07:15PM

পিএনএস ডেস্ক : দেশে গণতন্ত্র ফেরাতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতে আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। নেতারা এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন। শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে ঐক্যফ্রন্টের নেতারা এ দাবি জানান।

দেশের গণতন্ত্র নিখোঁজ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন বিভিন্ন জাতীয় নেতারা এক মঞ্চে হয়েছেন, কারণ দেশে এখন গণতন্ত্র নিখোঁজ। গণতন্ত্র ফেরাতে আমরা এক হয়েছি।

তিনি এ সময় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে শংকা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার অধীনে নির্বাচন, শেখ হাসিনাকে রেখে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন? শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে তিনি আজীবন প্রধানমন্ত্রী আর খালেদা জিয়া আজীবন জেলখানায় থাকবেন। তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। তাই বিএনপি চেয়ারপারসনকে কারাগারে রেখে নির্বাচনে যাবো না।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন