নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ঐক্যফ্রন্টের

  11-11-2018 01:43PM

পিএনএস ডেস্ক : আগামী ২৩ ডিসেম্বর হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তফসিল একমাস পেছানোর দাবি করেছে জোটটি।

রবিবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন জোটের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

এর আগেই সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য হস্তান্তর করা হয়েছে। সেখানে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, ‘জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

আরও বলা হয়, ‘তবে আমাদের ৭ দফা দাবি থেকে সরে আসছি না। আমরা ৭ দফাসহ নির্বাচনের বর্তমান তফসিল একমাস পেছানোর দাবি জানাচ্ছি। দাবি আদায়ের আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন