ঢাকায় সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  11-11-2018 02:34PM


পিএনএস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের চাপায় দুইজনের মৃত্যুর ঘটনায় আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তুহিনকে আটক করার পর ওই ঘটনায় নিহত আরিফ হোসেনের বাবা ওমর ফারুকের দায়ের করা একটি মামলায় (নং-৪৯) তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, প্রাথমকিভাবে হামলার ঘটনায় তুহিনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। আরও কারা জড়িত রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় মনোনয়নপত্র কিনতে যাওয়ার সময় শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকরা। এ সময় কয়েকজন অস্ত্রধারী যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় পিকআপ চাপায় আরিফ হোসেন ও মো. সুজন নামে দুইজন নিহত হন।

পরে এ ঘটনায় নিহত আরিফের বাবা উমর ফারুক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন