ময়মনসিংহে আ.লীগ থেকে নৌকার মনোনয়ন পত্র কিনেছেন ১৯০ জন প্রার্থী

  12-11-2018 08:35PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত তিন দিনে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পেতে ১৯০ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন বলে আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্রে এ খবর জানা গেছে। জেলার ১১ টি আসনের মধ্যে সর্বাধিক ২৩টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মনোনয়ন প্রত্যাশীরা।তার কাছাকাছি ২১ টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের মনোনয়ন প্রত্যাশীরা।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৬ জন। বর্তমান এমপি জুয়েল আরেং,ময়মনসিংহ জেলা আ.লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ খান, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, হালুয়াঘাট উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ধোবাউড়া উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মৃধা, জেলা আঃলীগের সহ সভাপতি এড. পিযুষ কান্তি সরকার, জেলা আঃলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. চন্দন সরকার সহ আরও ৭ জন।

ময়মনসিংহ-২ (ফুলপুুর-তারাকান্দা) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৯ জন। বর্তমান এমপি শরিফ আহমেদ, সাবেক এমপি আয়াতুর রহমান খান, ব্যারিস্টার আবুল কালাম আজাদ, শাহ কুতুব চৌধুরী, ডাঃ সোহরাব উদ্দিন, ভিপি রাসেল, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা আশরাফ উদ্দিন সহ আরও ১২ জন।

ময়মনসিংহ-৩ (গৌরিপুর) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৬ জন। বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. আবুল কালাম মুহম্মদ আজাদ, অধ্যক্ষ রহুল আমিন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, ময়মনসিংহ জেলা আ.লীগ নেতা একেএম আব্দুর রফিক, শরীফ হাসান অণু, ড. সামিউল আলম লিটন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভি.পি বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য নাজনীন আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি সহ আরও ২ জন।

ময়মনসিংহ -৪(সদর) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৬ জন।

ময়মনসিংহ -৫(মুক্তাগাছা) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৮ জন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৪ জন। বর্তমান এমপি আলহাজ¦ মোসলেম উদ্দিন, আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ন-সম্পাদক কেজি এম আমিনুল ইসলাম, এড. মফিজ উদ্দিন মন্ডল, জেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক এম এ কুদ্দুছ সহ আরও ৮ জন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৭ জন। সাবেক এমপি এড. রেজা আলী, সাবেক এমপি আব্দুল মতিন সরকার, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি হাফেজ রুহুল আমীন মাদানী, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য নুরুল আলম মিলন পাঠান, পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সবুজ, মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানিক, সাবেক ব্যাংকার হাবিবুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব শরীফ তালুকদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন পারভেছ লিটন।

ময়মনসিংহ -৮(ঈশ্বরগঞ্জ) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১১ জন।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২১ জন । বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন, সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, এড. কবির উদ্দিন ভূইয়া, এড. আব্দুল হাই, সালাউদ্দিন হুমায়ুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চোধুরী স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান, সিরাজুল ইসলাম ভূইয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জাহাঙ্গীর আলম, মো.শহীদুল্লাহ, জালাল উদ্দিন মাষ্টার, রফিকুল ইসলাম, জালাল উদ্দিন, এমদাদুল হক ভূইয়া, অধ্যক্ষ আতিকুর রহমান ভূইয়া, ড. এ আর খান, শাহজাহান কবীর সুমন, মজিবর রহমান, মোস্তাফিজুর রহমান খান,অধ্যক্ষ শামছুল বারী,মোঃ সঞ্জিব ইসলাম।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৯ জন। বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, প্রবীন নেতা আলাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল করিম, জেলা আ.লীগের সহ-সভাপতি উবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, জেলা আ.লীগ সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক এমপি গিয়াস উদ্দিন আহমেদ, আ.লীগ উপ কমিটির সদস্য ড. আবুল হোসাইন দীপু, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. কায়সার আহমেদ, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শাহীন, ঢাকা মহানগর যুবলীগ নেতা আশিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিশাদ, মোরাদ আকন্দ মনি সহ আরও ৬জন।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করছেন ২৩ জন। বর্তমান এমপি অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ময়মনসিংহ জেলা আ’লীগ সদস্য শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আশরাফুল হক জর্জ,কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহম্মেদ, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিক, সাবেক ছাত্র নেতা ডাঃ কে বি এম হাদিউজ্জামান সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ড. সেলিনা রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান রিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক, এড. শফিকুল ইসলাম খান, এড. লায়ন রাখাল চন্দ্র সরকার সহ আরও ৭ জন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন