জামায়াত-বিএনপি একই মায়ের দুই সন্তান: রুমিন ফারহানা

  16-11-2018 11:22AM

পিএনএস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। লন্ডনের বার্মিংহামে এক কর্মীসভায় ওই বক্তব্য দেন তিনি।

ভাইরাল হওয়া ওই বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ও জামায়াতের মধ্যে দূরুত্ব সৃষ্টি হওয়া প্রসঙ্গে বলেন, বিএনপি এবং জামায়াত বা ইসলামিক পার্টি একই মায়ের দুই সন্তান। দুই ভাইয়ের মধ্যে কোনো দূরুত্ব হতে পারে না, দুই ভাইয়ের মধ্যে মান অভিমান হতে পারে, মতান্তর থাকতে পারে বলে মনে করেন তিনি।

দুই ভাই একত্রে বসলে কোনো বিষয়ে একমত হতে পারে না সেটা বিশ্বাস করেন না তিনি। যেহেতু কমন গোল একটা-কমন এজেন্ডা একটা-কমন শত্রু একটা। কমন শত্রু যেহেতু একটা, কমন গোল যেহেতু একটা; তাহলে দুই দলের মধ্যে দূরুত্ব সৃষ্টি হতে পারে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন