আজ সুপ্রিমকোর্টে আইনজীবী মহাসমাবেশ

  17-11-2018 09:17AM


পিএনএস ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে আজ শনিবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মহাসমাবেশ করবে। সুপ্রিমকোর্ট চত্বরে কল ১০টা থেকে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যাতম নেতা ড কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে আইনজীবী মহাসমাবেশ সফল করার জন্য একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।

আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন ও সদস্য সচিব মাহবুব উদ্দিন খোকন আইনজীবী মহাসমাবেশে সকল আইনজীবীদের অংশ নেয়ার আহ্বান জনিয়েছেন।

জয়নুল আবেদীন বলেন, ১৭ নভেম্বর আইনজীবীদের মহাসমাবেশ উপলক্ষে সারাদেশে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মহাসমাবেশ উপলক্ষে বেশ কয়েকটি সাবকমিটি, উপকমিটি গঠন করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন