ইসির নতুন নীতিমালার যে সমালোচনা করলেন মাহি!

  21-11-2018 04:35PM

পিএনএস ডেস্ক :আসছে একাদশ জাতীয় নিবাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নতুন নীতিমালার সমালোচনা করে বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহি বি. চৌধুরী বলেন, এই নীতিমালা কারা ঠিক হবে না।

নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি কর্মকর্তাদের গতিবিধি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত জানিয়েছে তারই প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

মাহি বি.চৌধুরী মনে করেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের মতামতের ওপর নির্ভর করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কতোটুকু আন্তর্জাতিক নিয়মে হয়েছে।’

বুধবার দুপুরে বাড্ডায় অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে মাহি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে ‘বিদেশি পর্যবেক্ষকদের মূর্তি হয়ে থাকার’ বিষয়ে কিছুটা সংশোধন রয়েছে। তবে পর্যবেক্ষকরা ছবি তুলতে পারবেন না, প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলা ও প্রশ্নও করতে পারবেন না। এ বিষয়ে যুক্তফ্রন্ট বৈঠক করে ইসিকে মতামত জানাবে।’

এদিকে মহাজোটের সাথে নতুন যুক্ত হওয়া যুক্তফ্রন্টের আসন ভাগাভাগি প্রসঙ্গে মুখ না খুললেও মাহি বলেন, ‘গতকাল গণভবনের বৈঠকে চলমান রাজনীতি ও নির্বাচন নিয়ে আমাদের কথা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সাক্ষাৎটি সৌজন্যমূলক ছিল বলেও দাবি করেন তিনি।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রথমে বলা হয়, বি.চৌধুরী একাই গণভবনে গেছেন। পরে জানা যায়, তার সঙ্গে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও মাহি বি. চৌধুরীও ছিলেন।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে মাহি সাংবাদিকদের বলেন, ‘আসন বণ্টন নিয়ে এখনও আমাদের আনুষ্ঠানিক আলোচনা হয়নি। গতকালের আলোচনার পর আমরা আশা করছি, আগামীকালের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।’

এদিকে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে যুক্তফ্রন্টের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বি. চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারার পার্লামেন্টারি বোর্ড এই সাক্ষাৎকার নিচ্ছে।

পার্লামেন্টারি বোর্ডে রয়েছেন মাহি বি. চৌধুরী, আবদুল মান্নান ও বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য শমসের মবিন চৌধুরী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন