নৌকা ক্ষমতায় না গেলে আমাদের খবর আছে: রফিকুর রহমান

  06-12-2018 01:03AM

পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান বলেছেন, এইবার যদি নৌকা ক্ষমতায় না যায় তাহলে আমাদের খবর আছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, দেশে গৃহযুদ্ধ হবে। দেশে মারামারি হানাহানি হবে। ঘর থেকে মানুষের বেরুনোর কোনো নিরাপত্তা থাকবে না। সেই কারণেই আমি বলছি, আসুন আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে নিজেদের সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে নৌকা প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করি।

বুধবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারস্থ আওয়ামী লীগ নেতা আছলম ইকবাল মিলনের বাসভবনে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রফিকুর রহমান মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আবারও মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ। এ নিয়ে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাঁচবারের নির্বাচিত এই সংসদ সদস্য

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, আজকে অত্যন্ত আনন্দ লাগছে। আমরা সকলে ভেদাভেদ-মতপার্থক্য ভুলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐকবদ্ধ।

তিনি বলেন, নৌকায় অতীতে যদি আমরা এক সেন্টারে বারো আনা ভোট পেয়ে থাকি, এইবার চৌদ্দ আনা বা পনের আনা ভোট পাবো। তাহলেই আমাদের উন্নয়নের মহাসড়কের যাত্রা আরো শক্তিশালী হবে।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. মোসাদ্দেক মানিকের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, এএসএম আজাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আছলম ইকবাল মিলন, অধ্যাপক হারুনুর রশীদ ভূঞা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন