বিহারী নেতা ফাক্কুর মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

  06-12-2018 03:02PM


পিএনএস ডেস্ক: ১২ ঘন্টার মধ্যে ঢাকা-১৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুক বিহারী নেতা সাদাকাত খান ফাক্কুর মনোনয়ন জমা নিতে ঢাকার রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রীটের শুনানি শেষে এ আদেশ দেন।

রীট আবেদনে বলা হয়, ঢাকা-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুক বিহারীদের নেতা সাদাকাত হোসেন ফাক্কু অভিযোগ করেন, মনোনয়ন জমার শেষ দিনে বিকাল সাড়ে চারটার মধ্যে তার সমর্থক ও প্রস্তাবকারী সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান।

পরে ফাইল এলোমেলো থাকায় ঢাকা-১৬ আসনের মনোনয়ন সংগ্রহের দায়িত্বে থাকা কর্মকর্তা ফাইল গুছিয়ে আনতে বলেন।

ইতিমধ্যে ওই কর্মকর্তা অপর এক প্রার্থীর লোকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এরমধ্যে ফাইল জমা দিতে গেলে ওই কর্মকর্তা জানান, সময় শেষ।

তিনি ঢাকার রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে আসতে বলেন।

কিন্তু রিটার্নিং অফিসারের কক্ষে তাদের প্রবেশ করতে দেয়া হয়নি।

সিইসির বরাবর আবেদন করেও সাড়া না পাওয়ায় আদালতে রীট করলে এ আদেশ দেন আদালত।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি আ্যটর্নি জেনারেল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন