আওয়ামী লীগ ২৫৮, জাপা ২৬, অন্যান্য ১৬

  09-12-2018 08:51PM

পিএনএস ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করে তা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ।

রোববার বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে এই তালিকা জমা দেয়।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, তালিকায় আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ২৫৮ জন। এ ছাড়া জাতীয় পার্টির ২৬, যুক্তফ্রন্ট (বিকল্পধারা) তিনটি, ওয়ার্কাস পার্টি পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, জাসদ আম্বিয়া একটি, তরিকত ফেডারেশন দুটি, জাতীয় পার্টি জেপি (মঞ্জু) দুটি আসন পেয়েছে।

অবশ্য এর আগে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের আওয়ামী লীগ থেকে ২৯টি আসন পাওয়ার কথা জানিয়েছিলেন।

তখন তিনি বলেন, সব মিলিয়ে ১৬১টি আসনে লড়বে জাতীয় পার্টি। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৯টি আসন দিয়েছে। এছাড়া ১৩২টি আসনে আমাদের প্রার্থীরা উন্মুক্তভাবে নির্বাচন করবেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন