আ.লীগের প্রচারণা শুরু ১২ ডিসেম্বর : নানক

  10-12-2018 01:18PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

নানক বলেন, আগামী বুধবার (১২ ডিসেম্বর) থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। ঐ দিন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার পর তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় ভাষণ দেয়ার মাধ্যমে প্রচারণার কাজ শুরু করবেন।

আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনী সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে রায় দেবে মন্তব্য করে নানক বলেন, দেশের মানুষ সরকারের উন্নয়নের কথা বিবেচনা করে আবারও আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক , বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী , উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন