সিলেটে ঐক্যফ্রন্টের পথসভার মাইক-চেয়ার জব্দ করেছে পুলিশ

  12-12-2018 04:37PM

পিএনএস ডেস্ক : সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে পুলিশ। একইসঙ্গে ওই পথসভার চেয়ার- টেবিলও জব্দ করা হয়েছে। হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে এ পথসভার আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে নগরীর কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞার বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট দরগায় সভা করার অনুমতি চাননি। তাদেরকে রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। কারণ তারা সেখানেই অনুমতি চেয়েছিল।

মহানগর বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না। এছাড়া একাধিক কর্মসূচি থাকায় রেজিস্ট্রারি মাঠের সভা স্থগিত করা হয়েছে। এজন্য এখানে একটি ছোট মঞ্চ ও মাইক বসানো হয়েছিল। পুলিশ সবকিছু নিয়ে গেছে।

এদিকে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি দফায় দফায় পরিবর্তন হচ্ছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি গ্রহণ ও স্থগিত হয়েছে কয়েক দফায়। তবে কি কারণে এমন হচ্ছে তা নিয়ে এখনও মুখ খোলেনি জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রসঙ্গত বুধবার (১২ ডিসেম্বর) সিলেট থেকে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন