ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা সোমবার

  13-12-2018 01:26PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সোমবার (১৭ ডিসেম্বর) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ওইদিন রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বানীতে বেলা ১১টায় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে চলতি বছরের অক্টোবরের শুরুতে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। এর নেতৃত্বে রয়েছেন গণফোরামের সভাপতি প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। আর মুখপাত্র হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া ফ্রন্টে অন্যদের মধ্যে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি প্রধান আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মাদ মনসুর এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন