মিথ্যাচার করে পরিস্থিতি উত্তপ্ত করতে চায় বিএনপি: নানক

  15-12-2018 01:17PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা নানাভাবে মিথ্যাচার করে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায়।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তো তাদের আলাপ-আলোচনা হয়েছে। আবার রাষ্ট্রপতির কাছে তারা কী জন্য চিঠি দিয়েছেন এটা তারাই ভালো বলতে পারবেন।

জাতীয় ঐক্যফ্রন্ট এখন জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের ফ্লাটফর্মে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে কোন্দল থেকে হামলা-বিশৃঙ্খলা করছে এবং সেটা সরকারের ওপর দোষ চাপিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। এটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের অন্তরায়।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আসলে তারা (বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট) নির্বাচনের ভরাডুবি হবে বুঝতে পেরে সমগ্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা চেষ্ট করছে। বিএনপি এবং জাতীয় ঐক্যফন্টের প্রতি আমাদের আহ্বান বিশৃঙ্খলা, মিথ্যাচার না করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে সহায়তা করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আখতারুজ্জামান, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মোর্শেদ কামাল প্রমূখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন