৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে জান দেবেন কিন্তু ভোট চুরি হতে দেবেন না : আ স ম রব

  15-12-2018 10:59PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : বিএনপির কোনো নেতাকর্মীকে বিগত ১০ বছর বাড়িতে ঘুমাতে দেয়া হয়নি। ত্রিশ ডিসেম্বর ভোট কেন্দ্রে এজেন্টরা জান দেবেন, ভোট চুরি হতে দেবেন না। আল্লাহ অত্যাচারী, জালিমকে চিরদিন ক্ষমতায় রাখেন না। ধানের শীষ শান্তি ও মুক্তির প্রতীক। বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে শান্তির প্রতীক ধানের শীষে ভোট দিন। ৩০ ডিসেম্বর আমরা কেউ ঘরে থাকবো না। থাকবো মাঠে। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিব। মাত্র চার দিনেই প্রধানমন্ত্রী আপনার মাথা নষ্ঠ হয়ে গেছে। এখনো দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই বেসামাল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, পাগল। এত ভয়ের কারন কি। ত্রিশ তারিখ ঘর খালি হয়ে যাবে, রাস্তা ভরাট হয়ে যাবে বলে মন্তব্য করেন আ.স.ম আব্দুর রব।

শনিবার (১৫ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ শহরে পৌঁছে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে স্থানীয় প্রার্থী (ময়মনসিংহ-৪) আবু ওয়াহাব আকন্দের সমর্থনে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনাকে পালানোর পথ করে দেয়া হবে। আপনার বিরুদ্ধে মামলা হবে না। তবে আইনগত বিচার হবে। মুক্তিযোদ্ধের চেতনা আপনার মুখে শোভা পায় না।আগামী কাল বিজয় দিবস। আমি বলব পরাজয় দিবস।

ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় ঐক্যফ্রন্ট ময়মনসিংহ শাখার সমন্বয়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা ও আলমগীর মাহমুদ আলমের যৌথ সঞ্চালনায় জনসভায় বক্তব্য আরো রাখেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, ডাঃ জাফর উল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, ময়মনসিংহ-৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক এমপি নূরজাহান ইয়াসমিন বুলবুল, অধ্যক্ষ আব্দুর রশিদ, মাও. আব্দুর রেজ্জাক, শামীম আজাদ, রোকনুজ্জামান রোকন, শহীদুল আলম খসরু, আবু সাইদ, অ্যাডভোকেট আজিজুল হক প্রমূখ।

এর আগে সন্ধা ৭টার পরে ত্রিশালে (ময়মনসিংহ-৭)’র পথসভায় ঐক্যফ্রন্টের প্রার্থী ডা. মাহবুবুর রহমানের পক্ষে ভোট চান নেতারা।

উল্লেখ্য,ময়মনসিংহ বিভাগের মোট ৭টি স্থানে ঐক্যফ্রন্ট জনসভা করবে। এর মধ্যে টঙ্গীর সফির উদ্দিন একাডেমি প্রাঙ্গণ, মাওনা চৌরাস্তা, ত্রিশাল উপজেলা সদর, ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বর সভা সম্পন্ন হয়েছে। তারপর ফুলপুর বাসস্ট্যান্ড, নকলা পাইলট স্কুল মাঠ এবং শেরপুর পৌর পার্কে জনসভা করার কথা রয়েছে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন