'বিজয়ের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে'

  16-12-2018 12:00PM





পিএনএস ডেস্ক: 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয়ের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে। শহীদ স্মৃতি শহীদ স্মৃতি, অমর হোক অমর হোক।'- শহীদ বেদিতে দাঁড়িয়ে নিজের কণ্ঠে এমন স্লোগানে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

১৬ ডিসেম্বর রবিবার ভোরে নিজ নির্বাচনী এলাকা শেরপুর ২ আসনের নকলা শহরের সরকারি হাজি জালমামুদ কলেজের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদ মিনার প্রাঙ্গণে এমন স্লোগান তোলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তাঁর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে স্লোগান ধরেন। এ সময় নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন