ড. কামালকে জামায়াতের পাশ ছাড়তে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

  16-12-2018 07:01PM

পিএনএস ডেস্ক :জাতীয় ঐক্যফ্রন্টের নেতা এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে জামায়াতের পাশ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কয়েকজন তরুণ। রবিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বিকেলে ঐক্যফ্রন্টের কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম’ এর ব্যানারে সংগঠনটির একটি প্রতিনিধি দল ড. কামাল হোসেনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে ড. কামাল হোসেনের উদ্দেশে যা বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের সঙ্গ ত্যাগের সুনির্দিষ্ট ঘোষণা, স্বাধীনতাবিরোধী-ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি জামায়াতের পৃষ্ঠপোষকতাকারীদের সঙ্গ ত্যাগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের সঙ্গ ত্যাগ করতে হবে।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আপনি বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে প্রকারান্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করেছেন, যা আপনার প্রণীত সংবিধানের চার মূলনীতির মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।’

প্রতিনিধি দলের সদস্য মাজহারুল কবির শয়ন জানান, ‘আমরা ড. কামাল হোসেনকে স্মারকলিপি দিয়েছি। আমরা তাকে বলেছি যে, আপনারা সবাই অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়ায় আমরা তরুণ সমাজ খুবই মর্মাহত। আপনি ধর্মনিরপেক্ষতা ও আসাম্প্রদায়িকতার কথা সংবিধানে এনেছেন, কিন্তু আপনি সাম্প্রদায়িক শক্তিদের নিয়ে নির্বাচনে যাচ্ছেন এটা তরুণদের মানতে খুব কষ্ট হচ্ছে। এ সময় তিনি আমাদের বলেছেন, তাদের একটা মিটিং রয়েছে, তারা এগুলো বিষয় নিয়ে পরে আলোচনা করবেন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন