বিএনপির প্রার্থীর বাসায় সিইসিকে থাকার আমন্ত্রণ: ডা. শাহাদাতের মা

  17-12-2018 08:23PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নগর বিএনপির সভাপতি কারাবন্দী ডা. শাহাদাতের বাসায় পুলিশ তল্লাশির নামে হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন তার মা শায়াস্তা খানত। সিইসিকে এক রাতের জন্য নিজ বাড়িতে থাকার আমন্ত্রণ জানান তিনি।

সোমবার বিকেলে নগরীর বাদশামিয়া সড়কস্থ ডা. শাহাদাতের বাসভবনে সংবাদ সম্মেলন করে এমনটাই অভিযোগ করেন তার মা ।

তিনি বলেন, রোববার গভীর রাতে আমাদের বাসায় একাধিকবার কলিং বেল বাজতে থাকে। দরজায় ফাঁক দিয়ে দেখা যায় কয়েকজন পুলিশ এসেছেন। পুলিশ পরিচয় দেয়ার পর দরজা খুলে দিলে তারা বাসা তল্লাশি করেন। শাহাদাত কারাগারে থাকার পরও কেন তল্লাশি করা হচ্ছে আমার বোধগম্য হচ্ছেনা।

তিনি বলেন, পুলিশ আমার বাসার ওয়াশ রুমের দরজায় লাথি মেলে গ্লাস ভেঙে ফেলে। আমি বার বার আমার বাসায় আর কেউ নেই বলার পরও পুলিশ বলছে ‘উপর থেকে চাপ আছে তাই বাসা তল্লাশি করছি।

শায়াস্তা খানম বলেন, আমি প্রথমে ডাকাত মনে করেছি, বাসার দারোয়ান কথা বলায় আমি দরজা খুলে দিয়েছি। তারা একে একে সব রুমে তল্লাশি করেছে।

ডা. শাহদাতের বোন হেনা আক্তার বলেন, পুলিশ যে হারে হয়রানি করছে তাতে মনে হচ্ছে আমরা অন্য দেশের বাসিন্দা। দেশ শুধু আওয়ামী লীগের? আমরা কি এখানে বসবাস করতে পারবো না।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন