জোট ফ্র‌ন্টের স‌ঙ্গে বৈঠ‌কের পর উপজেলা ভোট নিয়ে সিদ্ধান্ত জানাবে বিএন‌পি

  16-01-2019 12:51AM

পিএনএস ডেস্ক: আসন্ন উপ‌জেলা নির্বাচ‌ন নি‌য়ে দ‌লীয় সিদ্ধা‌ন্তের আগে ২০ দল ও জাতীয় ঐক্যফ্র‌ন্টের শ‌রিক‌দের মতামত জানাবে বিএন‌পি। এজন্য শীঘ্রই এ দু‌'টি জো‌টের স‌ঙ্গে বৈঠ‌কের সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে রাজধানীর গুলশা‌নে বিএন‌পি চেয়ারপার্সনের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের নী‌তি‌ নির্ধারক‌দের এক বৈঠ‌কে এ সিদ্ধান্ত হয়। রাত ৭টায় এই বৈঠক শুরু হ‌য়ে চ‌লে সা‌ড়ে ৯ টা পর্যন্ত।

এছাড়া নির্বাচ‌নে অনিয়‌মের অভি‌যোগ এনে শীঘ্রই ধা‌নের শী‌ষের প্রার্থীরা মামলা করবে। এজন্য সব তথ্য-প্রমান প্রস্তুত রাখার জন্য প্রার্থী‌দের প্র‌তি নির্দেশনা দেয়ার বিষ‌য়েও বৈঠ‌কে আলোচনা ক‌রেন নী‌তি‌ নির্ধারকরা।

সূত্র জানায়, ‌বিএন‌পির নী‌তি ‌নির্ধারক‌দের বৈঠ‌কে আগা‌মী ১৯ জানুয়ারি দ‌লের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূ‌চির বিষ‌য়ে বিস্তা‌রিত আলোচনা হয়। দ‌লের প্র‌তিষ্ঠাতার জন্ম‌দিন উপল‌ক্ষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে অন্তত সাত থে‌কে আট দিনের কর্মসূচি নেওয়ার বিষ‌য়ে প্রাথ‌মিকভা‌বে সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

সূত্র আরও জানায়, বৈঠ‌কে উপ‌জেলা নির্বাচন নি‌য়ে বিএন‌পির নী‌তি‌নির্ধারকরা তা‌দের মতামত দেন। বে‌শিরভাগ সদস্য উপ‌জেলা নির্বাচ‌নে অংশ না নেওয়ার বিষ‌য়ে পরামর্শ দেন। সে‌ক্ষে‌ত্রে দ‌লের কেউ স্বতন্ত্র প্রার্থী হ‌তে চাই‌লে বিএন‌পি আপ‌ত্তি কর‌বে না ব‌লেও নী‌তি ‌নির্ধারকরা বৈঠ‌কে জানান। ত‌বে এ ব্যপা‌রে দ‌লীয় সিদ্ধা‌ন্তের আগে ২০ দল ও জাতীয় ঐক্যফ্র‌ন্টের শ‌রিক‌দের মতামত নেয়ার বিষ‌য়ে সিদ্ধান্ত হয়।

এদি‌কে, বৈঠ‌কের বিষ‌য়ে বিএন‌পির একজন নী‌তি‌নির্ধারক ব‌লেন, রবিবার পুরানো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় আমা‌দের চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার স‌ঙ্গে অল্প কিছুক্ষন কথা ব‌লে‌ছেন মহাস‌চিব। কি কথা হ‌য়ে‌ছে তা নী‌তি‌নির্ধারক‌দের বৈঠ‌কে অব‌হিত ক‌রেন বিএন‌পি মহাস‌চিব। চেয়ারপারসন দল‌কে ঐক্যবদ্ধ রাখতে ব‌লে‌ছেন। পাশাপা‌শি যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে ২০ দল‌ ও ঐক্যফ্রন্টের স‌ঙ্গে পরামর্শের জন্য ব‌লে‌ছেন। বি‌শেষ ক‌রে ২০ দ‌লের শ‌রিক‌দের স‌ঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার নির্দেশ দি‌য়ে‌ছেন।

বিএন‌পি মহাস‌চিব মির্জ‌া ফখরুল ইসলাম আলমগীরের সভাপ‌তি‌ত্বে বৈঠ‌কে উপ‌স্থিত ছি‌লেন ‌স্থায়ী ক‌মি‌টির সদস্য ড খন্দকার মোশাররফ হো‌সেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন