তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করব: আইনমন্ত্রী

  18-01-2019 10:16PM

পিএনএস ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করব। আজ শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফল বাতিলের জন্য পুন:নির্বাচনের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘কার সাথে সংলাপ করবে। জনগণ তাদেরকে ভোট দেয় নাই। যারা জনগণকে তোয়াক্কা করে না। তারা মনে করেন ঢাকা বসে তারা যা খুশি করবে। তা আপনারা মেনে নিবেন। তা হয় না। এই হচ্ছে তাদের অভ্যাস। এই অভ্যাসকে আর সুযোগ দেওয়া যায় না।’

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে আল বদর রাজাকার এবং খুনিদের শুধু তাদের রক্ষা করে নাই। সরকার গঠন করার ক্ষমতা দিয়ে সরকারের অংশিদারীত্ব দিয়েছেন। তাদেরকে বাংলাদেশ ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছেন। সেই তারা মানুষ হত্যা করেছে। বাংলাদেশকে গরিব থেকে গরিবতর বানিয়েছেন এবং শেষ পর্যন্ত পরিচিত করেছেন বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র ও বাংলাদেশে একটা মিসকিনের রাষ্ট্র।’

মন্ত্রী বলেন, ‘তারা দেখে যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন করে যাচ্ছে তখন ষড়যন্ত্র করা শুরু করল। তারা প্রথমে চেষ্টা করল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছে। কথায় আছে আল্লাহ রাখে, মারে কে। যখন তারা দেখলে যে শেখ হাসিনাকে হত্যা করা যাবে না। তখন তারা ভাবলেন নির্বাচনে যাবেন। তাদের নেত্রী এতিমের টাকা চোর করেছে। তাকে বিচারিক আদালত এতিমের টাকা চুরি কারণে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়েছে। ট্রাস্টের টাকা চুরির দায়ে সাত বছরের জেল হয়েছে। উনার ছেলে (তারেক রহমান) ২২ জনকে হত্যা করার ষড়যন্ত্রের কারণে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, টাকা পাচারের দায়ে সাত বছরের সাজাপ্রাপ্ত হয়। এই হচ্ছে বিএনপি নেতৃত্বের পরিবার। বিএনপি এখন নেতা শূন্য।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন- পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, কসবা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক রাশেদুল কাউসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া, সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া, আওয়ামী লীগ নেতা ও মনির হোসেন চেয়ারম্যান, জালাল উদ্দিন চেয়ারম্যান, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাবলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন