সরকারকে বিএনপির হুঁশিয়ারি

  20-01-2019 01:25PM


পিএনএস ডেস্ক: ম্যাকিয়াভেলির নীতি অবলম্বন করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে বলে সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছে বিএনপি। রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘মহা ভোট ডাকাতির মহা কেলেঙ্কারি আড়াল করতে ভুয়া ভোটের সরকার বৈধতা পেতে এখন আন্তর্জাতিক অঙ্গনে দেনদরবার শুরু করেছে। গত ৫ জানুয়ারি ২০১৪ এর নির্বাচন এবং ৩০ ডিসেম্বর ২০১৮ এর নির্বাচনের মধ্য দিয়ে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকার কখনোই টিকতে পারে না, ভয় দেখিয়েও বেশি দিন টেকা যায় না। ম্যাকিয়াভেলির নীতি অবলম্বন করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগের রাতে মহাভোট ডাকাতির পর সেই ভুয়া নির্বাচনকে জায়েজ করার জন্য সরকার যা যা করছে তা চরম হাস্যকর। গতকাল তারা জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে তথাকথিত বিজয়ের উৎসব উদযাপন করেছে। সারাদেশ থেকে বাসভর্তি ভাড়াটে লোকজন এনেও সোহরাওয়ার্দী উদ্যান ভরতে পারেনি।’

‘শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের জনগণের পকেটকাটা টাকায় আওয়ামী লীগের বিজয় সমাবেশ ছিল জনগণের সাথে আরেকটি অবজ্ঞাভরা মশকরা’ বলে মন্তব্য করেন তিনি।

জনগণ এবার স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘এমন বক্তব্যে জনগণ হাসবে না কাঁদবে তা তারা ভেবে পাচ্ছে না। যখন মহাভোট ডাকাতিতে ভোটাধিকারহারা জনগণ ব্যথিত, বিমর্ষ ও বাক্যহারা, তখন তাদেরকে নিয়ে এ ধরণের বক্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন