চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে এরশাদের শোক

  21-02-2019 12:28PM

পিএনএস ডেস্ক:রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি এবং বর্তমানে সংসদে বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক শোকবার্তায় মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে দরকারি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছেন তিনি।

সরকারের প্রতি এরশাদের আকুল আবেদন, তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হোক। তিনি বলেন, তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন