ধ্বংসের দ্বারপ্রান্তে বিএনপি: হানিফ

  17-03-2019 09:57PM

পিএনএস ডেস্ক: বিএনপির প্রতি জনগণের কোনও আস্থা নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি হচ্ছে গণবিচ্ছিন্ন দল। এ দলের কাছে জনগণ কিছু আশাও করে না। এতিমের টাকা মারা, দুর্নীতি ও লুটপাট এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।’

বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করেছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাঁর জন্ম না হলে কোনোদিন এ দেশের জন্ম হতো না।’

শনিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থাশীল। বাংলাদেশে আর কোনও দ্বিতীয় ব্যক্তি নেই তাঁর সমকক্ষ হতে পারে। দেশের জনগণের অবিচল আস্থার প্রতি সম্মান দেখিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছেন তিনি।’

বঙ্গবন্ধু হত্যার বিষয়টি উল্লেখ করে হানিফ বলেন, ‘১৫ আগস্ট কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে ওইদিন সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ জাতির আশা-আকাঙ্ক্ষাকেও হত্যা করা হয়।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে হানিফ বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তবে আমাদের নেতাকর্মীরা অনেক সময় এমন কাজ করেন, যেটা বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে যায়। সেটা খেয়াল রাখতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ মহানগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন