সন্দ্বীপে মহিলা ভাইস চেয়ারম্যান জেসি

  19-03-2019 07:27AM



পিএনএস ডেস্ক: সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীকে ২০ হাজার ৫৩৭ ভোট পেয়ে জেবুন নেসা চৌধুরী জেসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী ফুটবল প্রতীকের প্রার্থী লুৎফুর নাহার ৯১০ ও ফরিদা ইয়াসমিন নাজমা হাঁস প্রতীকে ৬৩০ ভোট পেয়েছেন।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দুটি কেন্দ্রে জাল ভোট দেয়ায় কলসি প্রতীকের পাঁচ সমর্থককে আটক করে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট টিম। বয়স কম থাকায় চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জাল ভোটে সহযোগিতা করায় তিনজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়।

উল্লেখ্য, সন্দ্বীপে দুই লাখ দুই হাজার ৬৯৫ জন ভোটারের বিপরীতে ৭৯টি কেন্দ্রের ৪১৩টি বুথে ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে ১১ দশমিক ১২ শতাংশ। নির্বাচনে কোনো সহিংসতা ঘটেনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন