বিএনপির লক্ষ্য খালেদার সুচিকিৎসা নয়, চিকিৎসা নিয়ে রাজনীতি করা: হানিফ

  16-04-2019 03:26PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির লক্ষ্য খালেদা জিয়ার সুচিকিৎসা নয়, তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার চিকিৎসা দেশের সবচেয়ে উন্নত সেবাদানকারী প্রতিষ্ঠানে হচ্ছে।


মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সেবা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে তার উন্নত চিকিৎসার প্রয়োজনে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত। এটি দলীয় বিষয় নয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুস্তানজীদ, সিভিল সার্জন রওশনারা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পিএনএস/পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির লক্ষ্য খালেদা জিয়ার সুচিকিৎসা নয়, তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার চিকিৎসা দেশের সবচেয়ে উন্নত সেবাদানকারী প্রতিষ্ঠানে হচ্ছে।



মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সেবা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে তার উন্নত চিকিৎসার প্রয়োজনে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত। এটি দলীয় বিষয় নয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুস্তানজীদ, সিভিল সার্জন রওশনারা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন