জঙ্গিবাদ প্রতিহত করতে আলেম-ওলামাদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

  13-05-2019 10:20PM

পিএনএস ডেস্ক : জঙ্গিবাদ প্রতিহত করতে আলেম-ওলামাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে হোটেল রাজমণি ঈশা খাঁয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইফতার ও আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে যেমন উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, তেমনি আলেম-ওলামাদের উন্নয়নেও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আর অপরদিকে ইসলামের লেবাসধারী কিছু মানুষ ও গোষ্ঠী ইসলামের বদনাম ছড়াচ্ছে, তরুণদের পথভ্রষ্ট করছে, জঙ্গি প্রশিক্ষণও দিচ্ছে। এদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

ইসলামের শিক্ষা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ইসলাম কখনও জোর করে ধর্ম চাপিয়ে দেয়া বা ধর্মের নামে হত্যা সমর্থন করে না।

ইসলামের সঠিক চেতনার বিকাশে শেখ হাসিনার সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতি জেলা ও উপজেলায় মসজিদসহ ইসলামী কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ ও ৭০ হাজার মসজিদে মক্তব প্রতিষ্ঠা ও সেখানে একজন করে সরকারি ভাতাপ্রাপ্ত আলেম নিয়োগ করেছে সরকার, যা আগে কখনও হয়নি।’

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, গণফ্রন্টের চেয়ারম্যান এড. জাকির হুসাইন প্রমুখ ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন