লিপির কাছে ‘ক্ষমা’ চাইলেন রাব্বানী!

  19-05-2019 01:22PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তারের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

রবিবার (১৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘রাতে যা হয়েছে তার জন্য আমি ‘সরি’ বলেছি। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। ভুলের জন্য আমি ক্ষমা চেয়েছি। যারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ করেছে এখন দেখি তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ।’

রবিবার রাত আড়াইটার দিকে টিএসসিতে ছাত্রলীগের পদবঞ্চিত ও বিদ্রোহীদের ওপর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। এতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শেখ আব্দুল্লাহ।

এর পর রাতভর পদবঞ্চিত ও বিদ্রোহীরা রাজু ভাস্কর্য চত্বরে অবস্থান নিলে ভোরের দিকেও তাদের ওপর আরেক দফা হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে। উপর্যুপরি এই হামলার বিচার না হওয়া পর্যন্ত পদবঞ্চিত ও বিদ্রোহীরা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রাতভর আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যে অবস্থানে শামিল হতে দেখা যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে।

এরপর রবিবার সকালে গোলাম রাব্বানীও হামলার শিকার ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ওদের সঙ্গে সংহতি জানাতে এসেছি! এছাড়া আর কি বলার আছে!’

সাংবাদিকদের সাথে অফ দ্যা রেকর্ডে রাব্বানী বলেন, ‘লিপি, ফরিদা পারভীন আমাদের সিনিয়র নেতাদের নিয়ে যেভাবে ফেসবুক পোস্ট করছে এটা সরাসরি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। তারা খুব কষ্ট পেয়েছেন। আমি লিপিকে জিজ্ঞেস করতে গেলে একটু বাড়াবাড়ি হয়ে যায়।’

এদিকে লিপি সাংবাদিকদের বলেছেন, ‘আমার সাথে যা হয়েছে তা আমি বলতে পারব না। সবকিছু আপাকে (প্রধানমন্ত্রী) বলব। হামলার সাথে রাব্বানী জড়িত ছিলেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। তবে আমাদের সবাই লাঞ্ছিত হয়েছে। যা বলার আপার কাছে বলবো।’

এর আগে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে সংগঠনটির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠনকে ‘নাটক’ বলে মন্তব্য করে গত মঙ্গলবার ফেসবুকে দেয়া একাধিক স্ট্যাটাসে বিএম লিপি আক্তার হামলার পেছনে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সমর্থকদের দায়ী করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন