বগুড়া বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  21-05-2019 03:57PM


পিএনএস ডেস্ক: বগুড়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে পদবঞ্চিত বিএনপির নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির তৃনমূল নেতা-কর্মীর ব্যানারে একটি মিছিল কার্যালয়ের সামনে থেকে বের হয়। তবে মিছিলটি কিছুদূর এগিয়ে যাওয়ার পর পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

সেখানে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বক্তরা বলেন, যারা বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মাঠে ছিল না তাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের হাইকমান্ডকে ভুল বুঝিয়ে সংস্থারপন্থী সাবেক এমপি জিএম সিরাজকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া আরো অনেকে রয়েছেন যারা বিগত দিনের কর্মসূচিতে অংশ না নিয়ে এসি রুমে আরাম আয়েশ করেছেন। তাদের দিয়ে দল চলবে না। এই আহ্বায়ত কমিটি বাতিল করে অবিলম্বে নতুন আহ্বায়ক কমিটি গঠন করার দাইব জানান।

সমাবেশে বক্তব্য দেন বগুড়া পৌর সভার কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, দেলোয়ার হোসেন পশারী হিরু ও তৌহিদুল ইসলাম বিটু, সাবেক বিএনপি নেতা শাহ মেহেদী হাসান হিমু, শাহাবুল আলম পিপলু, আলী মুররাজি তরুন, বেলাল হোসেন নান্নু, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর জেমস, রবিউল আউয়াল, স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা জহুরুল ইসলাম পলাশ, আবু নূর মো. ওয়ালিদ, আতিকুর রহমান আতিক প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন