চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতির আহ্বান জানালেন দুদু!

  21-05-2019 10:05PM

পিএনএস ডেস্ক : দে‌শে গণতন্ত্র মুক্ত করার জন্য বেগম খা‌লেদা জিয়া‌কে মুক্ত করার জন্য ‌বিএন‌পির নেতাকর্মী‌দের চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি গ্রহণের আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

‌তি‌নি ব‌লেন, ‘আমরা যেভাবে আরাম-আয়েশে চলছি, এভাবে স্বৈরশাসকের পতন হয় না, স্বৈরতন্ত্রের পতন হয় না। আমরা একবার গা ঝাড়া দি‌য়ে উঠ‌লে এই সরকা‌রের পতন নি‌শ্চিত।’

মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে স্বাধীনতা ফোরা‌মের উদ্যোগে বীর উত্তম প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবা‌র্ষিকী উপল‌ক্ষে ও দেশনেত্রী বেগম খা‌লেদা জিয়ার অ‌বিল‌ম্বে নিঃমর্ত মু‌ক্তি এবং আরোগ্য কামনায় আ‌য়ো‌জিত আলোচনা সভা,‌ দোয়া ও ইফতার ম‌হফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, ‘গত ১২ বছর ধরে দেশটি ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে আমরা নানা ধরনের চেষ্টা চালিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এই জগদ্দল পাথরের বোঝা আমরা আমাদের মাথা থেকে নামাতে পারিনি।’

‌বিএন‌পির এ নেতা ব‌লেন, ‘পাকিস্তানের স্বৈরশাসক পতনের জন্য একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং সেই যুদ্ধের ঘোষণা দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে দ‌লের কর্মী হ‌য়ে এখ‌নো সৈরাস্বাশককে পতন কর‌তে পা‌রি নাই, এটা খুবই দুঃখজনক।’

সাবেক এই ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমাদের অক্ষমতার কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জেলে আছেন। আমরা যদি গা ঝাড়া দিয়ে উঠতে পারতাম, সত্যিকারের লড়াইটা যদি করতে পারতাম তাহলে তাঁকে মুক্ত করতে পারতাম।’

সা‌বেক এ সংসদ সদস্য বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান, তিনি সংগঠন গঠন করছেন। বন্ধুরা হতাশ হওয়ার কিছু নাই। মিথ্যা সব সময় সত্যের কাছে পরাজিত হয়। অন্যায় সব সময় ন্যায়ের কাছে পরাজিত হয়। আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত, এই সরকার আর বেশি দিন ক্ষমতায় নাই। কারণ মিথ্যা চিরস্থায়ী না। আমরা আমাদের কাজ যদি সঠিকভাবে করতে পারি, তাহলে এই সরকারের পতন অনিবার্য।’

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ নেসারুল, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন