নেতাকর্মীদের ধান কাটার নির্দেশ ছাত্রলীগের!

  22-05-2019 02:56PM

পিএনএস ডেস্ক: শ্রমিকের মজুরি বৃদ্ধি ও ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় সারাদেশে বোরো চাষীরা সংকটে পড়েছেন। অনেকেই শ্রমিক সংকটে ক্ষেত থেকে পাকা ধান কাটতে পারছেন না। কৃষকদের অসহায় মুখ দেখে ধানের ন্যায্য মূল্যের দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

এবার দেশব্যাপী কৃষকের ধান কেটে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার (২২ মে) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশজুড়ে ধান কাটা ও শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেড়ে গেছে। মজুরস্বল্পতার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন।

এতে বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সব ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন