ফখরুল শপথ না নিয়ে বেইমানি করেছেন : নাসিম

  25-05-2019 12:50AM

পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিগত দিনে বিএনপি বগুড়ার বাইরের লোক এনে নির্বাচন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মানুষ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিলেও তিনি শপথ না নিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছেন।’

বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে শুক্রবার বগুড়া জেলা আওয়ামী লীগের যৌথসভায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন নাসিম।


তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েও অনেক পানি ঘোলা করে অবশেষে নির্বাচনে আসে বিএনপি। তাদের সিদ্ধান্তহীনতার কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করে। এবার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে জনগণ। বগুড়ার উন্নয়ন চাইলে ২৪ জুন নৌকা মার্কায় ভোট দেবেন।’
এ সময় তিনি একটিবারের জন্য আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন