৭ ঘণ্টায় ৬ ভোট!

  19-06-2019 03:05AM

পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না। মঙ্গলবার দিন অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে সবক'টি কেন্দ্রেই ভোটারের সংখ্যা ছিল অতি নগন্য।

মসুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪নং বুথে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টায় ভোট প্রদান করেন মাত্র ৬ জন ভোটার। এ কেন্দ্রে ২ হাজার ৯৭৩ জন ভোটারের মাঝে বিকাল ৪টা পর্যন্ত ৪৫৪ জন ভোট প্রদান করেন।

আচমিতা জর্জ ইনস্টিটিউশন কেন্দ্রে ২৬০৩ জন ভোটারের মাঝে বিকাল ৩টা পর্যন্ত ২৪৮ জন ভোট প্রদান করেন। পং মসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৯ জন ভোটারের মাঝে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট প্রদান করেন ৪৫৩ জন।

কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১১৫ জন ভোটারের মাঝে ৮৫০ জন, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩ হাজার ৩৯৪ জন ভোটারের মাঝে ৭০৯ জন ভোটার ভোট প্রদান করেছেন।

উপজেলায় ৮৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৪২২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপিরর কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। সর্বোচ্চ ২৫-৩০ শতাংশ ভোট পড়েছে বলে তিনি দাবি করেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন