ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ হরতালকারীদের

  07-07-2019 02:26PM


পিএনএস ডেস্ক: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এতে সেখানে বিভিন্ন দূরপাল্লার ও ঢাকার ভিতরে চলাচলকারী বিভিন্ন রুটের গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তবে ছেড়ে দেয়া হচ্ছে অ্যাম্বুলেন্স।

আজ রবিবার সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটে (প্রান্তিক) হরতালের সমর্থনে অবস্থান নেন তারা। এর ফলে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা এবং সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে জয় বাংলা গেটের সামনে সড়কের মাঝখানে হরতালের সমর্থনকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

হরতালের কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন