সাবেক বিএনপি ভাইস চেয়ারম্যান এখন আ.লীগের উপদেষ্টা

  08-07-2019 06:12PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক সময়ের বর্ষিয়ান নেতা এবং দলটির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দল থেকে মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেন। যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে। বিএনপির সেই সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীকে এবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবরে দলের ২০তম কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে এই মনোনয়ন দেন শেখ হাসিনা।

৭ জুলাই, রোববার রাতে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।

বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি গত বছরের ১৯ ডিসেম্বর রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বইও লিখেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন