ছাত্রদলে বিক্ষোভ থামলেও সংকট কাটেনি

  17-07-2019 03:18PM

পিএনএস ডেস্ক : বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ থামলেও ছাত্রদলের সংকট এখনো কাটেনি। এ নিয়ে ছাত্রদলের বিক্ষুব্ধদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছা যায়নি। ফলে ১৫ জুলাই সম্মেলনের ঘোষিত তারিখ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি।

দলীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিক্ষুব্ধদের সঙ্গে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হয়। সেখানে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা আবারও বয়সসীমা তুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় তাঁদের দিয়েই সম্মেলন প্রস্তুতি কমিটি করতে বলেন। কিন্তু ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বিক্ষুব্ধদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সমন্বয় করার প্রস্তাব দেন।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এমন ১২ জন নেতার সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। তবে গতকালের বৈঠকের বিষয়ে পরিচালনা কমিটির কোনো সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতিয়ার রহমান বলেন, ‘আমরা একটা সম্মানজনক প্রস্থান চাই, যাতে সবার সম্মান রক্ষা হয়। এখন যদি আমাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিতে নেওয়ার প্রস্তাব করা হয়, তা হবে আন্দোলনের জন্য। আমাদের প্রশ্ন, আন্দোলন না করলে কি যুবদল ও স্বেচ্ছাসেবক দলে আমাদের নেওয়া হতো না?’

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, গতকালের বৈঠকে বিক্ষুব্ধরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশৃঙ্খলা এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অপদস্থ করার ঘটনার তদন্ত চেয়েছে।

গত ৩ জুন এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের নতুন কমিটিতে প্রার্থী হওয়ার বয়সসীমার বিষয়ে বলা হয়, ‘২০০০ সাল থেকে পরবর্তী যেকোনো বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’

বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে গত জুন মাসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টানা আন্দোলন করে আসছিল ছাত্রদলের বিক্ষুব্ধ অংশ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন