চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেল বিএনপি

  19-07-2019 07:38PM

পিএনএস ডেস্ক : অবশেষে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকেল ২টায় নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপির) নগর বিশেষ শাখা থেকে মহাসমাবেশের লিখিত অনুমতিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

তিনি জানান, ৪ জুলাই আমরা কাজির দেউড়ি মোড় অথবা জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ জুলাই মহাসমাবেশ অনুষ্ঠানের অনুমতির জন্য সিএমপির কাছে চিঠি দিয়েছিলাম। মাত্র একদিন আগে আমাদের প্রস্তাবিত স্থান দু’টির পরিবর্তে নুর আহমদ সড়কস্থ আমাদের দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় এ সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

বিএনপি সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ বিভাগীয় মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় এ মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের দশটি সাংগঠনিক জেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশ নেবেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন