জবি ছাত্রলীগের সম্মেলন

  19-07-2019 11:49PM


পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শনিবার (২০ জুলাই)। গুরুত্বপূর্ণ এই ইউনিটে সম্মেলনকে সফল করতে এক উৎসবমুখর পরিবেশের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

শনিবার বেলা ১১টায় জবির বিজ্ঞান অনুষদে বার্ষিক সম্মেলনটি শুরু হবে। সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনের উদ্ধোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বক্তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নজরুল ইসলাম বাবু এমপি প্রমুখ।

বার্ষিক সম্মেলনের আয়োজন সম্পর্কে আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, ‘সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রাথমিক সব ব্যবস্থা নিয়েছি। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে সম্মেলনটি শুরু হবে।’

সম্মেলনের সার্বিক নিরাপত্তার বিষয়ে কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইফুল আলম মুজাহিদ বলেন, ‘আমরা অতিরিক্ত ফোর্সসহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন