চট্টগ্রামে সমাবেশ শুরু, মঞ্চে বিএনপি নেতারা

  20-07-2019 04:12PM

পিএনএস ডেস্ক: দীর্ঘ দেড় বছর যাবত কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিএনপির বিভাগীয় মহাসমাবেশ চলছে।

প্রশাসনের ২৭ শর্তের বেড়াজালে শনিাবর (২০ জুলাই) বিকেল ৩টার দিকে চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই সমাবেশ শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে নগরের লালদীঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ চত্বর কিংবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করতে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সমাবেশের মাত্র ২১ ঘণ্টা আগে ২৭ শর্তে দলীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশে সমাবেশের অনুমতি মেলে।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাজাহান, বরকতউল্লাহ বুলু প্রমুখ উপস্থিত হয়েছেন।

সমাবেশের উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন জেলা, উপজেলা ও থানায় থেকে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রওনা হয়েছেন। বাস, ট্রাক, পিকআপসহ ছোট বড় বিভিন্ন পরিবহনে তারা চট্টগ্রামে উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে বিভিন্ন জেলা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

তবে বিএনপি নেতারা সমাবেশকে কেন্দ্র করে গ্রেফতার আতঙ্কে ভুগছেন বলেও অভিযোগ করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন