ছাত্রদলের কোনো শাখা কমিটি গঠন করা যাবে না

  21-07-2019 01:30PM


পিএনএস ডেস্ক: মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের পর জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো শাখা কমিটি গঠন করা যাবে না বলে জানিয়েছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত হওয়ার পর থেকে ছাত্রদলের বিভিন্ন মহানগর ও জেলা কমিটি থানা ও থানা মর্যাদার ইউনিটসমূহের কমিটি গঠন করছে বলে জানা গেছে। সুতরাং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, গত ৩ জুন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত হওয়ার পর থেকে ছাত্রদলের মহানগর ও জেলা কমিটি থানা ও থানা মর্যাদার কোনো কমিটি গঠন করে থাকলে তা কার্যকর বলে গণ্য হবে না।

এদিকে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা আরো জটিলতর হচ্ছে। বাতিল হওয়া কমিটির বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা আগামীকাল আবারো সকাল এগারোটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বলে জানিয়েছেন। তাদের দাবি আদায় না হলে নতুন কাউন্সিল করতে দিবেন না। এমনকি দ্রুত সময়ের মধ্যে একটি স্বল্প মেয়াদী আহ্বায়ক কমিটি গঠনের দাবিও জানান তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন