ফখরুলসহ বিএনপির ৪ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

  06-08-2019 03:06PM

পিএনএস ডেস্ক : হত্যার হুমকির অভিযোগে ঢাকার নিম্ন আদালতে দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, নিতাই রায় চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন।

উল্লেখ্য, সোমবার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়। পরে মামলার শুনানি নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। তাই এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির এই চার শীর্ষ নেতা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন