এমপি রুমিন ফারহানার ফেসবুক আইডি হ্যাক

  12-08-2019 11:24AM

পিএনএস ডেস্ক :বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুমিন ফারহানা নিজেই। তার ফেসবুক আইডিটি আগে হ্যাক হয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহে আমার Rumeen Farhana নামের ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। কে বা কারা, কি কারণে হ্যাক করা হয়েছে আমি জানি না।

আইডি হ্যাকের বিষয়টি নিয়ে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি রাখতে অপরাগতা প্রকাশ করে। এমনটাই জানালেন রুমিন ফারহানা।

তিনি বলেন, আমি মনে করি একটা গভীর চক্রান্তের শিকার হচ্ছি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। টিভি টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন। একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি।

কিন্তু উকিল আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। বর্তমানে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করছেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন