খালেদা জিয়ার আরও কত জন্মদিন যে আছে তা আল্লাহ মালিক জানেন: আইনমন্ত্রী

  16-08-2019 06:05PM

পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদিন তাঁর জন্মদিন বদলান বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বেগম জিয়ার জন্মদিন পালনকে বিতর্কিত দাবি করে মন্ত্রী বলেছেন, ‘আপনারা বুঝেন এই খালেদা জিয়া তাঁর জন্মদিন প্রত্যেক দিন বদলায়। আজ যদি তিনি জন্মদিন পালন করেন এটা ৭৫তম হবে কেন? কারণ, বিগত বছরগুলোতে তিনি ১৫ আগস্ট শোক দিবসে নিজের জন্মদিন পালন করে কেক কেটে আনন্দ করেছেন। কিন্তু এবার একদিন পিছিয়ে গেছে বেগম জিয়ার জন্মদিন। এবার ১৬ আগস্ট তাঁর জন্মদিন পালন করা হচ্ছে। অতএব এটা হবে তাঁর প্রথম জন্মদিন। এরপর যে তাঁর আরও কত জন্মদিন আছে তা আল্লাহ মালিক জানেন। আমি এ নিয়ে আর মন্তব্য করতে চাই না।’

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যারা ১৯৭১ সালে দেশের স্বাধীনতা চায়নি, যারা আওয়ামী লীগের পতাকা তলে থেকে ষড়যন্ত্র করেছিল সেই খুনি মোস্তাকেরা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করার চেষ্টা করেছিল।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীরা গত ২১ বছরে বাংলাদেশকে মিনি পাকিস্তান প্রায় তৈরি করেই ফেলেছিল। শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা রুখে দিয়েছিল বাংলার জনগণ।’

ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হলে, গণতন্ত্র ব্যাহত করার চেষ্টা করা হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী।

বঙ্গবন্ধুর খুনিদের সম্পর্কে আনিসুল হক বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্রে আছে বঙ্গবন্ধুর দুই খুনি। আর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাকি ৪ খুনি। তাদেরকে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করবোই, ইনশাল্লাহ্।’

শোক দিবসের আলোচনায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন