সরকার ফটোসেশন করে জনগনকে সচেতন করছে: আলাল

  21-08-2019 01:45AM

পিএনএস ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ফটোসেশন করে তারা জনগনকে সচেতন করছেন। তথ্যমন্ত্রী নায়ক-নায়িকা নিয়ে নিদিষ্ট স্থানে ময়লা ফেলে রেখে ঝাড়ুতে ঝাড়ুতে ঢেলাঢেলি এই হচ্ছে ডেঙ্গু সচেতন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি আখতারুজ্জামান তিনি তার শিক্ষক ও প্রোক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে এক জায়গা আবর্জনা রেখে ঝাড়ু দিচ্ছেন। ডেঙ্গু নিয়ে উচ্চ আদালত বলছে ডেঙ্গুর জন্য দুই সিটি মেয়র দায়ী। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর নিজেদের দায় অন্যের ওপর চাপিয়ে দেয়া আওয়ামী লীগের ঐতিহ্যগত অভ্যাস।’

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আমার দেশ আমার শিল্প’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার (এনআরসি) নামের একটি সংগঠন।

আলাল বলেন, ‘গণতন্ত্রের ভদ্র সজ্ঞাটি হচ্ছে সরকার যে থাকবে তার সমালোচনা করা এবং তাদের সহযোগিতা করা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এটা অনেক দূরে চলে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে মানুষের জান, নারীর সম্মান কমে যায় ও অনাচার বেড়ে যায়। আওয়ামী লীগ সরকার ডেঙ্গু মোকাবেলায়, বন্যার মোকাবেলায়, ধর্ষণ, গুম, খুন, অগ্নিকাণ্ড, গণপিটুনি ও চামড়া শিল্প সম্প্রতিকালে এই সকল আতঙ্কিত ঘটনায় একটিতেও আওয়ামীলীগ সরকারের ছায়া নেই।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘চামড়া শিল্প-বাণিজ্যমন্ত্রী সভা করেন শিল্পমন্ত্রী উপস্থিত নেই। শিল্পমন্ত্রী সভা করে কিন্তু বাণিজ্যমন্ত্রী উপস্থিত নেই। বাণিজ্যমন্ত্রী বলেন আমরা চামড়া রফতানি করবো, দু-দিন পর শিল্পমন্ত্রী বলেন চামড়া রফতানি বন্ধ করা হলো। শিল্পমন্ত্রী যখন চামড়া ব্যবসায়ীদের সাথে বসেন তখন বাণিজ্যমন্ত্রী উপস্থিত নেই। শিল্পমন্ত্রীকে বলা হলো চট্টগ্রামে চামড়া নষ্ট করা হয়েছে, তখন শিল্পমন্ত্রী বলেন, এটা বিএনপি লোকেরা চামড়া কিনে ট্রাক ভর্তি করে নষ্ট করে ফেলেছে। সরকারের এমপি,মন্ত্রী ও সুবিধাবাদী বুদ্ধিজীবীরা এখন মানুষের বিনোদন কেন্দ্র।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বলেছেন আপনাদের বেতন, ভাতা বাড়িয়ে দিয়েছি। আপনাদের সকল সুবিধা দিয়েছি তারপরও কেন কানাডা বেগম পাড়া হবে। তার মানে তিনি জানেন তার দলের মধ্যে লুকিয়ে আছে সকল চোর। যে কথাটি শেখ মুজিবুর রহমান খুব আক্ষেপ করে বলেছিলেন পাকিস্তানীরা সব নিয়ে গেছে শুধু চোরগুলো রেখে গেছে...!!’

আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডি এম আমিরুল ইসলাম অমরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন