‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’

  23-08-2019 07:02PM

পিএনএস : রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, 'রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিছু করতে পারেনি, কিছুই পারেনি। এতোদিন হয়ে গেল সরকার একজন মানুষকেও ফেরত পাঠাতে পারলো না।'

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'রোহিঙ্গাদের একজনকেও প্রত্যাবাসন করাতে পারেননি। সরকার কূটনৈতিকভাবেই শুধু ব্যর্থ নয়, অর্থনৈতিকভাবে ব্যর্থ, আইনশৃঙ্খলা পরিচালনা করতে ব্যর্থ। তাই চারিদিকে রক্ত ঝরছে, লাশ পড়ছে, নারী-শিশুরা নির্যাতিত হচ্ছে।'

রিজভী বলেন, 'এই সরকারের পতন তরাণ্বিত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই এই দেশের মানুষের মুক্তভাবে কথা বলা নিশ্চিত হবে।'

রিজভীর বিচার হবে– তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'এক ভয়ঙ্কর শঙ্কার মধ্যে আজকে বিরোধী মত দলিত-মথিত হচ্ছে। যে প্রক্রিয়ায় ২১ আগস্ট ঘটনাটিকে বিএনপির বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে, তৎকালীন সরকারের বিরুদ্ধে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে, সেটি নীল নকশা। এটি একটি ষড়যন্ত্র, যা তথ্য-প্রমাণসহ বলেছি।'

এর আগে বিক্ষোভ মিছিলে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদসহ মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন