রাতেই ছাত্রদলের নেতা বাছাইয়ে ভোট

  18-09-2019 08:56PM

পিএনএস ডেস্ক : ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোটাভুটির প্রস্তুতি চলছে। সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায়।

আজ বুধবার রাত ৮টার পর ভোটগ্রহণ শুরু হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে সংগঠনটির ১১৭টি শাখার ৫৩৩ জন নেতা ভোট দেবেন। সভাপতি পদে প্রার্থী নয়জন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।

এর আগে বিকেলে সংগঠনের নির্দেশনায় ছাত্রদলের কাউন্সিলররা ঢাকাসহ সারা দেশে থেকে নয়াপল্টনে জড়ো হন। পরে সন্ধ্যায় কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও শেষ মুহূর্তে নিম্ন আদালতের নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়। সব প্রস্তুতি থাকার পরও কাউন্সিল স্থগিত হওয়ায় এরইমধ্যে ৬ষ্ঠ কাউন্সিলের ৫৬৬ জন কাউন্সিলরকে আজ বুধবার বিকেল ৪টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন নেতারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন