ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত-২০

  23-09-2019 02:46PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আজ বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ছাত্রদল নেতাকর্মীরা হাকিম চত্ত্বর থেকে টিএসসি’র দিকে যাওয়ার সময় রড, লাঠি নিয়ে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তার আগে হাকিম চত্ত্বরে অবস্থানকালে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাসসহ কয়েক নেতাকর্মী।

ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন, শাহনেওয়াজ, কামরুল, শাহিন, খোরশেদ আলম, সোহেল তাজ, ফিরোজ, মাসুম, মাহবুব শাহিন, ফাহিমসহ আরও অনেকে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমরা ১১টার দিকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ক্যাম্পাসে যাই। এসময় ঢাবি শাখার ছাত্রলীগের সভাপতি আমাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। এই কথা বলা অবস্থাতেই ছাত্রলীগের ছেলেরা আমাদের উপর হামলা চালায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন